রহমত নিউজ 06 September, 2025 08:14 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলছেন, রহমাতুল লিল আলামীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তায়ালা সমগ্ৰ সৃষ্টি জগতের জন্য শান্তির দূত তথা রহমত স্বরূপ প্রেরন করেছেন। মহানবীর স. আদর্শে অনুপ্রাণিত হয়ে তৎকালীন অন্ধকার যুগের বর্বর জাতি সোনার মানুষে পরিণত হয়েছে। এখনো যদি ব্যক্তি, পরিবার,সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে মহানবী স.এর রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন করা যায় তাহলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব । খাতামুন নাবিয়্যীন হযরত মুহাম্মদ স. শুধু ইসলাম ও মুসলমানদের নবী ছিলেন না বরং তিনি হলেন কুল কায়েনাতের নবী। সৃষ্টির সেরা, সর্ব যুগের সর্বশ্রেষ্ঠ মহা মানব।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় রাজধানীর কামরাঙ্গীরচর নূরিয়া মাদরাসায় ফেনী জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত আন্দোলন নেতৃবৃন্দের সাথে খেলাফত আন্দোলন কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুঃখ জনক হলেও সত্যি যে,বছর ঘুরে রবিউল আউয়াল মাস এলে সকলেই বিশ্ব নবীর স, প্রশংসা করে রেডিও, টেলিভিশনসহ জাতীয় পত্রিকায় বাণী দিয়ে থাকেন। এবং বয়ান-বক্তৃতায় নবিজীর উত্তম আদর্শের কথা স্বীকার করেন কিন্তু ক্ষমতা থাকা সত্বেও ব্যক্তি,সমাজ ও রাষ্ট্রে নবিজীর আদর্শ প্রতিষ্ঠায় কেউ সচেষ্ট হয় না। শুধু মুখে মুখে নবীর আশেক দাবি করে আল্লাহর ভালবাসা ও উভয় জগতে শান্তি ও মুক্তির আশা করা অলীক স্বপ্ন ছাড়া কিছুই নয়।সফল,আদর্শ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েমে রাসুল স,এর আদর্শ বাস্তবায়ন করতে হবে।
মাওলানা মিয়াজী আরো বলেন, সমাজ থেকে অন্যায়,অত্যাচার, দুর্নীতি- দুরাচার খুন- রাহাজানি বন্ধ করে আদর্শ রাষ্ট্র কায়েম করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম এর আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই।
তিনি আরো বলেন, বর্তমান সময়ে ইসলামী দলসহ ঈমানদার নবী প্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে বিজয় সুনিশ্চিত।
বৈঠকে হেফাজতে ইসলাম ফেনী জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ওমর ফারুক, মাওলানা জালাল উদ্দিন ফারুক, মাওলানা ওসমান, শাইখ আলাউদ্দিন নূরী, মাওলানা আইয়ুব, সোনারগাও উলুকান্দি জামেয়া আশ্রফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদীস মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, এমদাদিয়া প্রেসের সত্তাধীকারী মাওলানা নুরউদ্দিন, মাওলানা মুহিব্বুল্লাহ ও মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।